প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ০২:১৫:০৮
প্রজন্ম ডেস্ক:
রাজধানীর ফার্মগেটে ট্রাকচাপায় মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে আধা ঘণ্টার জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা সরে গেলে পৌনে ১টার পর সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়ে।
দাবিগুলো হলো-
১. সিফাত হত্যার বিচার করতে হবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী ট্যাগ দেওয়ায় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
২. ফুটপাত থেকে সকল অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।
৩. নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা করতে হবে।
৪. যানবাহন নিয়ন্ত্রণ: দুর্ঘটনা এবং যানজট এড়াতে রেল-ক্রসিং থেকে গির্জা পর্যন্ত এই রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
৫. শিক্ষাপ্রতিষ্ঠানের সন্নিকটে তিনটি স্পিডব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) লরির চাপায় রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে সিফাত নামে মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হন।
প্রজন্মনিউজ২৪
নির্বাচনকে ঘিরে পতিত স্বৈরাচারের গুপ্ত হত্যার মিশনই আজকের ঘটনা
পুলিশ হেফাজতে নিয়েছে সচিবালয়ের ৪ আন্দোলনকারীকে
কবি নজরুল কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উপহার
তপশিল ঘোষণা ঘিরে ইসিতে কড়া নিরাপত্তা
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল
সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে ডাকসু ভিপি সাদিক কায়েম
ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ
মনোনয়ন না পেয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী হওয়ার ঘোষণা বিএনপি নেতার