প্রকাশিত: ০৩ মে, ২০২২ ০৭:০৭:৩৫
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঈদের সকালে নদীতে গোসল করতে নেমে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (৩ মে) সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো হাতিয়া এলাকার রবিউলের ছেলে আরিফ, আব্দুর রাজ্জাকের ছেলে রফিক এবং দশকিয়া পূর্বপাড়া গ্রামের জুলহাসের ছেলে ফয়সাল। সবাই কিশোর বয়সী। আহত হয়েছেন নদী পাড়ে বসে থাকা আরও দুই কিশোর।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ পড়ার আগে সকালে নদীতে গোসল করতে যান পাঁচ কিশোর। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলে আরিফ মারা যায়। আহত হয় চারজন। তাদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় রফিক ও ফয়সালকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাদের মৃত্যু হয়।
দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক ভূঁইয়া বজ্রপাতে তিন কিশোর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঈদের দিন সকালে মর্মান্তিক এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমেছে। নিহতদের মরদেহ বাড়িতে আনা হয়েছে।
প্রজন্ম নিউজ/নূর
ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচার, গ্রেফতার ২
চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের দুই গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দ
প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি
রোকেয়া পদক পেলেন নারী দলের ফুটবলার ঋতুপর্ণা
সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি সরকারকে হস্তান্তরের নির্দেশ
ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আবদুল্লাহ