গাজীপুরে বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ০৫:১৬:০১

গাজীপুরে বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল

প্রজম্ম ডেস্ক:

গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল করেছে স্থানীয় বিএনপির একাংশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে টুঙ্গি কলেজের সামনে থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের অনুসারীরা গণামিছিল শুরু করে।

গণমিছিলে অংশ নেওয়া তার অনুসারীরা বলেন, সালাউদ্দিন সরকার মনোনয়ন রিভিউ করেছেন। দল থেকে তা বিবেচনা করা হউক। টঙ্গির স্থানীয় নেতারা সবাই সালাউদ্দিন সরকারকে সমার্থন জানিয়েছে। 

তারা দাবি জানান, প্রাথমিক পর্যায়ে যে মনোনয়ন দেওয়া হয়েছে তা যেনো পরিবর্তন করা হয়। 

এর আগে ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাজীপুর-২ আসনে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী এবং মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনির নাম ঘোষণা করে।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ