নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের

প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৫ ০৬:৫৫:৫৬

নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের

প্রজন্ম ডেস্ক :

জুলাই সনদে বিএনপি যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে তার মাধ্যমে দলটির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

রোববার (২ নভেম্বর) রাজধানীর কাকরাইলে বাংলাদেশ জামায়াতে ইসলাম আয়োজিত ‘ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার তিনি এ মন্তব্য করেন।

তাহের বলেন, বিএনপি যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে সেগুলোর মাধ্যমে বোঝা যায় যে তাদের মধ্যে স্বৈরাচার হওয়ার একটা চিন্তাভাবনা আছে। ভেতরে ভেতরে আবার স্বৈরাচার হওয়ার একটা খায়েস আছে মনে হচ্ছে, যে কারণে স্বৈরাচার হওয়ার যে রাস্তা আমরা বন্ধ করতে চাচ্ছিলাম তারা করতে দিচ্ছে না।

নায়েবে আমির বলেন, বিএনপি আজ কী নিয়ে লড়াই করছে, তারা মাসের পর মাস আমাদের সঙ্গে এক হয়ে ৩১টি দল মিলে আমরা সংস্কারের একটি জায়গায় ঐকবদ্ধ হয়েছি। বিএনপিও হয়েছে। তারা সনদে সাইন করেছে। আমি আর সালাহউদ্দিন সাহেব একসাথে ছিলাম। একসাথেই তো ঐক্যবদ্ধ হয়েছি। আবার যেদিন সাইন হয়েছে সেদিনও আমি আর ফখরুল সাহেব পাশাপাশি ছিলাম। এবং সম্ভবত উনার ড্রেসটাও আমার চেয়ে পরিপাটি ছিল। মানে হাসিখুশি ঈদের মতো নতুন ড্রেস পরে সাইন করেছে। এমন না যে উনাদের কেউ ধরে বেঁধে এনেছেন জোর করে, উনাদের চেহারাটা মলিন। সিগনেচার করার সময় কলম কাঁপছে সেটাও দেখিনি সেদিন। মানে তারা বুঝে শুনে সাইন করেছে। হঠাৎ কোনো একে রাতে উনারা কী স্বপ্ন দেখেছিলেন জানি না, সকালে উঠেই উল্টাপাল্টা বলছেন।
 
সংস্কার বাংলাদেশের ডেভেলপমেন্ট ডেমোক্রেসির জন্য অনিবার্য উল্লেখ করে তাহের বলেন, সংস্কার প্রশ্নে আমরা কোনো আপস মানি না। সংস্কার ছাড়া প্রধান উপদেষ্টা জিরো। কারো চাপে মাথা নত কইরেন না। আপনারা সব দলকে খুশি করতে চান এরকম আমরা শুনতেছি। কোনো দলকে খুশি করা আপনার কাজ না। আপনার কাজ জাতিকে খুশি করা।


প্রজন্ম নিউজ ২৪ / সাঈদ 

এ সম্পর্কিত খবর

পুলিশ হেফাজতে নিয়েছে সচিবালয়ের ৪ আন্দোলনকারীকে

কবি নজরুল কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উপহার

তপশিল ঘোষণা ঘিরে ইসিতে কড়া নিরাপত্তা

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

ভারত থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার দাবি জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর

গাজা গণহত্যায় মানবাধিকার সনদ ‘মারাত্মকভাবে’ ক্ষতিগ্রস্ত: এরদোগান

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ

ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল

মনোনয়ন না পেয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী হওয়ার ঘোষণা বিএনপি নেতার

দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে একটি দল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ