প্রকাশিত: ২৬ জুন, ২০২৫ ১২:৩৫:৩৬ || পরিবর্তিত: ২৬ জুন, ২০২৫ ১২:৩৫:৩৬
প্রজন্মডেস্ক: সময়টা ১৯৬৭ সালের পাঁচই জুন। ওইদিন তপ্ত বিকেলে ইসরায়েলের চারটে ফাইটার জেট (যুদ্ধবিমান) জর্ডানের মাফরাক বিমানঘাঁটিতে আক্রমণ করে।
উদ্দেশ্য ছিল, ওই ছোট্ট দেশের বিমানবাহিনীকে শেষ করে দেওয়া।
এর আগে তারা মিশরীয় বিমান বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল।
সেদিন মাত্র আধ ঘণ্টার মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী মাটিতে থাকা ২০০রও বেশি মিশরীয় যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছিল।
কিন্তু জর্ডানের মাফরাক বিমানঘাঁটি ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই ইসরায়েলি বিমান বাহিনী নিজেদের দু'টো যুদ্ধবিমান হারায়।
এর মধ্যে একটা বিমানকে ভূপাতিত করেছিলেন যে পাইলট, তিনি বাঙালি। নাম সাইফুল আজম।
তিনি তখন পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন, পরে বাংলাদেশের বিমান বাহিনীতে যোগ দেন।
প্রজন্মনিউজ/২৪ জামাল
হাদিকে দেখতে গিয়ে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস
ওসমান হাদী গুলিবিদ্ধ, সাদিক কায়েমের হুঁশিয়ারি
নির্বাচনকে ঘিরে পতিত স্বৈরাচারের গুপ্ত হত্যার মিশনই আজকের ঘটনা
নির্বাচনি প্রচারণার সময় ওসমান হাদী গুলিবিদ্ধ
সর্বক্ষণ নজরদারিতে ছিলেন ওসমান হাদি
তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াত