প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ০৫:৫৫:১৪ || পরিবর্তিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ০৫:৫৫:১৪
প্রজম্ম ডেস্ক:
বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় বলে মন্তব্য করায় ভারতীতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানায় আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ।
তারা বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে ভারতীয় আধিপত্যবাদ শেষ হয়ে গেছে। খুনি হাসিনার অধিপত্যবাদের সাথে সাথে ভারতীয় আধিপত্যবাদের কবর দিয়েছি। আমরা খুনি, কসাই , আধিপত্যবাদী মোদির কুশপুত্তলিকা দাহ করেছি । সে বাংলাদেশের বিজয়কে নিজেদের বিজয় বলে দাবি করেছে।
এর আগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে একটি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এ পোস্টে কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করেননি তিনি।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি একটি পোস্ট করেন। সেখানে তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করলেও পোস্টে বাংলাদেশের নাম একবারও উল্লেখ করেননি।
পোস্টে মোদি লেখেন, বিজয় দিবসে আমরা সেই বীর সৈনিকদের স্মরণ করি, যাদের সাহস ও আত্মত্যাগের ফলেই ১৯৭১ সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। তাদের অটল সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে সুরক্ষিত করেছে এবং ইতিহাসে গর্বের এক স্বর্ণালি অধ্যায় রচনা করেছে।
তিনি লেখেন, এ দিনটি তাদের বীরত্বের প্রতি আমাদের সশ্রদ্ধ অভিবাদন এবং তাদের অতুলনীয় মনোবলের স্মারক। তাদের বীরত্ব আজও প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশবাসীকে অনুপ্রাণিত করে চলেছে।
জামায়াত ধর্মকে ব্যবহার করে বিভাজন ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে : এনসিপি
আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা
ট্রাম্পের চাপ উপেক্ষা করে ভারতকে ‘নিরবচ্ছিন্ন’ জ্বালানি দেবে রাশিয়া
তথ্য বিকৃত করে জনমত প্রভাবিত করার যুগ শেষ: প্রেস সচিব
ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ
নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতার মাঝেও জামায়াত-বিএনপির অনন্য দৃষ্টান্ত কক্সবাজারে
বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য