প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫ ০৫:৪৪:৪৫
প্রজম্ম ডেস্ক:
মুন্সীগঞ্জের গজারিয়ায় মাত্র আধা মিনিটের ব্যবধানে পৃথক স্থান থেকে নারী ও পুরুষের দুটি মরদেহ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়ন ডুবুর চর এলাকার সিটি গ্রুপের পাশে মেঘনা নদীর তীরবর্তী স্থানে অজ্ঞাত (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। কিছুক্ষণ পর বেলা দেড়টায় দিকে উপজেলা বাউশিয়া ইউনিয়নের কাজলী নদীর তীরবর্তী দাসকান্দী এলাকা থেকে অজ্ঞাত (৩৬) এক পুরুষের মরদেহ উদ্ধার করে গজারিয়া নৌ পুলিশ ও থানা পুলিশ।
মরদেহ উদ্ধারে সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ।
তিনি বলেন, ঘটনাস্থলে নৌ পুলিশের পাশাপাশি থানা পুলিশও রয়েছে। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। কার্যক্রম চলমান রয়েছে।
গজারিয়া নৌ পুলিশের ওসি শরজিৎ কুমার ঘোষ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ডুবুরচর সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তপশিল ঘোষণা ঘিরে ইসিতে কড়া নিরাপত্তা
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল
ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ
ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচার, গ্রেফতার ২
চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান
মাহফুজ ও আসিফের মন্ত্রণালয়ের উপদেষ্টা কারা হচ্ছেন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের দুই গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দ