প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫ ০৪:৩৭:৫৯
প্রজন্ম ডেস্ক:
‘ইরান এমন আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে- যা দিয়ে ‘নিউইয়র্ক, বোস্টন, ওয়াশিংটন বা মায়ামির মতো শহরগুলোকে পারমাণবিক হামলার আওতায় আনা সম্ভব,’ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে সতর্ক করে এমন কথা বলেছেন।
সোমবার (৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক বেন শাপিরোর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
নেতানিয়াহু বলেন, ‘ইরান যেকোনো মার্কিন শহরকে জিম্মি করার মতো ক্ষমতা অর্জন করছে। মানুষ এটা বিশ্বাস করতে চায় না, কিন্তু ইরান ৮,০০০ কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এতে আরও ৩,০০০ কিলোমিটার যোগ করলেই তারা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল পর্যন্ত পৌঁছে যাবে।’
তিনি আরও বলেন, ‘ইরান যেকোনো আমেরিকান শহরকে ব্ল্যাকমেইল করতে পারে। এটি খুবই বড় হুমকি। এরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘মৃত্যু হোক আমেরিকার’ স্লোগান দেয়। এদের হাতে পারমাণবিক অস্ত্র থাকা খুবই বিপজ্জনক।’
নেতানিয়াহু দাবি করেন, ‘ইসরায়েল এখন যেসব প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক অস্ত্র তৈরি করছে, তা অন্য কোনো পরাশক্তি তৈরি করতে পারেনি। আমরা এগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভাগাভাগি করছি। এমনকি আমাদের গোয়েন্দা সংস্থা আইএসআইএস ও অন্যান্য হামলা প্রতিহত করে বহু আমেরিকান নাগরিকের প্রাণ বাঁচিয়েছে।’
সূত্র: ইয়াহু নিউজ
প্রজন্মনিউজ২৪
পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে: আসিফ মাহমুদ
মনোনয়ন না পেয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী হওয়ার ঘোষণা বিএনপি নেতার
দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে একটি দল
ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচার, গ্রেফতার ২
চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান
সেই রিকশাচালক সুজনকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি এনসিপি
মাহফুজ ও আসিফের মন্ত্রণালয়ের উপদেষ্টা কারা হচ্ছেন