ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

প্রকাশিত: ০২ ডিসেম্বর, ২০২৫ ১২:৪০:৫৮ || পরিবর্তিত: ০২ ডিসেম্বর, ২০২৫ ১২:৪০:৫৮

ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

প্রজন্ম ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারে মারা গেছেন—এমন গুঞ্জন কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। গুঞ্জন বাড়লেও সরকারের পক্ষ থেকে কিংবা কারা কর্তৃপক্ষ ইমরানের অবস্থা সম্পর্কে কোনো তথ্য দিচ্ছে না। পরিবারও দীর্ঘদিন তার সঙ্গে দেখা করতে পারেনি। 

এ অবস্থায় ইমরান খানের খোঁজ জানতে এবং তার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে এই কর্মসূচি ঠেকাতে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এতে সব ধরনের সভা–সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা জানিয়েছেন, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, জননিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৪৪ ধারার আওতায় নিষেধাজ্ঞাগুলো হলো— যেকোনো সভা, সমাবেশ, মিছিল, বিক্ষোভ ও পাঁচজনের বেশি লোকের জমায়েত করা যাবে না। অস্ত্র, লাঠি, শূল, বল–বেয়ারিং, পেট্রল বোমা বা সহিংসতায় ব্যবহৃত হতে পারে এমন কোনো উপকরণ বহন নিষিদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কেউ অস্ত্র প্রদর্শন করতে পারবে না এবং উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। পুলিশের আরোপ করা নিষেধাজ্ঞা অপসারণের চেষ্টা করা যাবে না। মোটরসাইকেলের পেছনে আরোহী বহন করা যাবে না। মাইক বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না।

পিটিআই নেতা ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন।


প্রজন্ম নিউস২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ