মোবাইলে ইন্টারনেট অন থাকলেও হোয়াটসঅ্যাপে আসবে না মেসেজ, জানুন ট্রিকস

প্রকাশিত: ৩১ অগাস্ট, ২০২৫ ০১:১৭:১০

মোবাইলে ইন্টারনেট অন থাকলেও হোয়াটসঅ্যাপে আসবে না মেসেজ, জানুন ট্রিকস

প্রজন্মডেস্ক: বার্তা আদান-প্রদান কিংবা ছবি-অফিসের জরুরি ফাইল পাঠাতে হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহার করছেন। আপনার আমার মতো কয়েকশ কোটি মানুষ প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রতিদিন। প্রতিদিন গড়ে প্রায় ১০০ বিলিয়নের বেশি মেসেজ আদান-প্রদান হয় হোয়াটসঅ্যাপে।

দেখা যাচ্ছে অনেক সময় অফিস শেষ করে বাসায় গিয়ে ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম নিতে চাচ্ছেন কিন্তু হোয়াটসঅ্যাপের মেসেজ এর কারণে সেটি হয়ে উঠছে না।জরুরি কোনো মিটিং বা কাজে রয়েছেন এমন সময় হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ থেকে মেসেজ আসছে যা অনেক সময় বিরক্তির কারণ। চাইলে মেসেজ আসা বন্ধ করতে পারেন। এজন্য ইন্টারনেট বন্ধ করতে হবে না।

ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন ফিচার এনে থাকে এই প্ল্যাটফর্ম। হোয়াটসঅ্যাপে এমন ফিচার আছে যা অন রাখলে এই সুবিধা পাবেন। ইন্টারনেট অন রেখে অন্য কাজ করতে পারবেন হোয়াটসঅ্যাপের মেসেজ আপনাকে বিরক্ত করবে না। আসুন জেনে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন-

>> প্রথমে নিজের ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
>> উপরের তিনটে ডটে ক্লিক করুন
>> ‘ডাটা অ্যান্ড স্টোরেজ’ অপশনে
>> এখান থেকে বেছে নিন ‘প্রক্সি’ অপশন
>> ‘সেট আপ প্রক্সি’ অপশন অন করুন
>> সেখানে গিয়ে লিখুন ১.১.১.১
>> এবার ‘ওকে’ ক্লিক করুন।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ