প্রকাশিত: ৩১ মার্চ, ২০১৮ ০৪:৫০:১৫ || পরিবর্তিত: ৩১ মার্চ, ২০১৮ ০৪:৫০:১৫
তরুণদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক বাইক। পরিবেশবান্ধব এই বাহনটি যাতায়াত খরচ অনেকাংশে কমিয়ে আনে। কিন্তু আমদানি করা বিদেশী ইলেকট্রিক বাইকের দাম আকাশচুম্বী। ফলে সাধ থাকলেও সাধ্য হয়ে ওঠে না। আবার অনেকেই সাইকেলটিকে ই-সাইকেল রূপান্তর করে নিতে পারছেন না। এই সমস্যার সমাধানে সবচেয়ে সাশ্রয়ী দামে ইলেকট্রিক বাইক তৈরির যন্ত্রাংশ বিক্রি করছে দেশী স্টার্টআপ প্রতিষ্ঠান ‘ডিএমআরই’ ।
এই যন্ত্রাংশ অনায়াসেই যেকোনো সাইকেলে সংযোজন করে ইলেকট্রিক বাইক বানিয়ে নেয়া যাবে। সাইকেল মেকানিক্সের সহায়তায় কিংবা নিজে নিজেই এই যন্ত্রাংশ সংযোজন করতে পারবেন। সাধারণ সাইকেলকে ইলেকট্রিক ব্যাটারিচালিত সাইকেল তৈরির মোটর এবং কমপ্লিট সেট বিক্রি করছে ডিএমআরই। তাদের এই ই-বাইক এক চার্জে চলবে ৫০ কিলোমিটার। এর মোটর ছোট আকারের। ফলে সাইকেলের পেছনের চাকায় সহজেই লাগানো যাবে। তবে এই যন্ত্রাংশের সাথে ব্যাটারি নেই। আছে মোটর ও অন্যান্য যন্ত্রাংশ। আলাদাভাবে ১২ ভোল্টের দুটি ব্যাটারি কিনে লাগাতে হবে।
১২ ভোল্টের রিচার্জেবল ড্রাইসেল ব্যাটারির দাম ১৫০০ টাকা থেকে ৩০০০ টাকার মধ্যে। ডিএমআরইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জি এ টুটুল বলেন, পরিবেশবান্ধব ইলেকট্রিক সাইকেলের কদর বিশ্বজোড়া। গ্রামগঞ্জে শিক্ষার্থীরা সাইকেলে চেপে রোজ স্কুল-কলেজে যায়। দীর্ঘপথ সাইকেল চালানোর ফলে তারা ক্লান্ত হয়ে যায়। এরা যদি আমাদের ই-সাইকেলের কিট কিনে তাদের সাইকেলে সংযোজন করে নেয় তবে তাদের সময় যেমন বাঁচবে তেমনি করে তারা যাত্রার ক্লান্তি থেকেই রেহাই পাবে।
ই-সাইকেল কিটে রাতে পথের অন্ধকার দূর করতে রয়েছে হেডলাইট। পথচারীদের সতর্ক করার জন্য আছে হর্ন। এ ছাড়া চলতি পথে মোবাইল ফোন চার্জ দেয়ার জন্য রয়েছে চার্জার। এতসব সুবিধাসংবলিত ই-বাইকের কিটের দাম মাত্র ৪৫০০ টাকা। এই কিট কিনে কিভাবে তা সংযোজন করবেন সে জন্য ডিএমআরই একটি ভিডিও তৈরি করেছে। ওই ভিডিও দেখে নিজে নিজেই আপনার সাধারণ সাইকেলটিকে বানিয়ে নিতে পারবেন ইলেকট্রিক সাইকেল।
প্রজন্মনিউজ২৪/তাওহীদ
বেগম খালেদা জিয়া জাতির সম্পদ : খোকন
ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিবের কড়া নিন্দা
ভারত থেকে আমদানির খবরে কমলো পেঁয়াজের দাম
বাবরি মসজিদের ১১ দানবাক্স ভরে গেল ২ দিনেই, হুমায়ুনকে বহিস্কার
আইপিএল নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি, সাকিবের ১ কোটি
ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি
১ কোটি ১০ লাখে চট্টগ্রামে নাইম, ৭৫ লাখে রংপুরে লিটন দাস
ভুল বিকাশ নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে
নাটোর সদর -২ আসনে ৫ হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোডাউন