প্রকাশিত: ০১ জানুয়ারী, ২০২৫ ১২:২৭:৪৭
প্রজন্ম ডেক্স:আতশবাজি-ফানুসে রাজধানীর একাধিক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধানমন্ডি ল্যাবএইডের পেছনে ও মিরপুরে আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। ধানমন্ডিতে একটি দোকানে এবং মিরপুরে ডাস্টবিনের ময়লায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ধানমন্ডিতে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আর মিরপুরে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
রাফি আল ফারুক বলেন, আজ রাত ১২টা ৩৭ মিনিটে আমাদের কাছে খবর আসে মিরপুর ১১ নম্বর এলাকায় একটি ডাস্টবিনের ময়লায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওয়ানা হলে আগুন নিভে যাওয়ার খবর আসে। অন্যদিকে রাত ১২টা ৫৩ মিনিটে আমাদের কাছে খবর আসে রাজধানীর ধানমন্ডি ল্যাবএইডের পেছনে একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে প্রাথমিকভাবে এ দুটি আগুনের কারণ জানা যায়নি।
তবে এ দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীজুড়ে আতশবাজি ফোটানোর কারণে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।
প্রজন্মনিউজ২৪/এম বি
নির্বাচনকে ঘিরে পতিত স্বৈরাচারের গুপ্ত হত্যার মিশনই আজকের ঘটনা
সর্বক্ষণ নজরদারিতে ছিলেন ওসমান হাদি
মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড
ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ
হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ভেঙে পড়েছে আ’লীগ ।
‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিন গণপরিবহন চলবে: মালিক সমিতি
জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হলে সরকার টিকবে না’
ছাত্রদল নেতার বিরুদ্ধ নারীর টাকা ও সোনার চেইন নেওয়ার অভিযোগ