প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫ ০৭:২৬:৪৫ || পরিবর্তিত: ০৬ ডিসেম্বর, ২০২৫ ০৭:২৬:৪৫
প্রজন্ম ডেস্ক:
মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-ভাঙ্গা এক্সেপ্রেসওয়ে অবরোধ করে মশাল মিছিল করেছে মনোনয়ন স্থগিত হওয়া বিএনপি নেতা কামাল জামান মোল্লার সমর্থকরা।
শনিবার ( ৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সেপ্রেসওয়ে অবরোধ করে মশাল মিছিল শুরু করে তার সমর্থকেরা।
মশাল মিছিলে অংশ নেওয়া তার সমার্থকেরা জানান, কামাল জামান মোল্লা মাদারীরপুর- ১ আসনের জনতার নেতা। সেই নেতাকে নমিনেশন দিয়ে নমিনেশন স্থগিত করা হয়েছে। এক সপ্তাহ পরে আবার এক লোকে নমিনেশন দিয়েছে যাকে শিবচরের মানুষ চিনে না। তার ভোট নেই। আজ হাজার হাজার জনগণ রাজপথে নেমেছে তাদের একটাই দাবি তারা কামাল জামান মোল্লার নমিনেশন ফেরত চায়।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কামাল জামান মোল্লাকে নমিনেশন ফিরিয়ে না দিলে। এই আন্দোলন চলমান থাকবে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ৩৬ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন স্থগিতাদেশ পাওয়া কামাল জামান মোল্লার পরিবর্তে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা চৌধুরেীকে মনোনয়ন দেওয়া হয়।
প্রজন্ম নিউস২৪
মনোনয়ন না পেয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী হওয়ার ঘোষণা বিএনপি নেতার
দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে একটি দল
সেই রিকশাচালক সুজনকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি এনসিপি
এনসিপির আলোচিত নেতারা কে কোন আসনে নির্বাচন করছেন
বেগম খালেদা জিয়া জাতির সম্পদ : খোকন
জনগণ চাঁদাবাজ-সন্ত্রাসকে ভোট দিতে চায় না: ফয়জুল করীম
হাইকোর্টসহ আশপাশের এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ
ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিবের কড়া নিন্দা
দুর্নীতিবাজদের প্রতি ঘৃণার সংস্কৃতি গড়ে তুলতে হবে : অর্থ উপদেষ্টা