প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ০৮:২০:৫২
প্রজন্ম ডেস্ক :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হাতিমারাপাড়া পাহাড়ি এলাকা থেকে সুমিঅং তঞ্চঙ্গ্যা (২৫) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) ভোরে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির টহল দল তাকে আটক করে। সুমিঅং তঞ্চঙ্গ্যা মিয়ানমারের রাখাইন রাজ্যের কালারডেবা মংডু আখিয়াব এলাকার বাসিন্দা অংছিপু তঞ্চঙ্গ্যার ছেলে।
তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক।
পুলিশ জানায়, সুমিঅং সীমান্ত এলাকা ব্যবহার করে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে স্থানীয় তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের কয়েকজন সদস্যের সহায়তায় তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন।
ওসি মাসরুরুল হক বলেন, আটক মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। পাশাপাশি স্থানীয় ও আন্তঃসীমান্ত মাদক চক্রের সম্পর্কেও তদন্ত করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, কোনোভাবেই মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
প্রজন্ম নিউজ ২৪ / রায়হান
ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ
সেই রিকশাচালক সুজনকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি এনসিপি
মাহফুজ ও আসিফের মন্ত্রণালয়ের উপদেষ্টা কারা হচ্ছেন
এনসিপির আলোচিত নেতারা কে কোন আসনে নির্বাচন করছেন
জনগণ চাঁদাবাজ-সন্ত্রাসকে ভোট দিতে চায় না: ফয়জুল করীম
ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আবদুল্লাহ
জামায়াত ধর্মকে ব্যবহার করে বিভাজন ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে : এনসিপি
আখতার হোসেনের বক্তব্যকে ‘সস্তা রাজনীতি’ বলল জামায়াত