প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫ ০৫:৫৩:০০
প্রজন্ম ডেস্ক :
মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. নাভিদ নেওয়াজের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল/ছবি: সংগৃহীত রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ আরেক শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
৯৯ দিন হাসপাতালে কাটানো মো. নাভিদ নেওয়াজ (১২) নামের ওই শিক্ষার্থীকে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ছাড়পত্র দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
নাভিদ মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। সে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ইকবাল হোসেনের ছেলে। পরিবারটি বর্তমানে উত্তরা ১৮ নম্বর সেক্টরে বসবাস করে।
এ নিয়ে বার্ন ইনস্টিটিউট থেকে ৩১ জনকে ছাড়পত্র দেওয়া হলো। এখনো ভর্তি রয়েছে পাঁচজন। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এ হাসপাতালে মৃত্যু হয় ২০ জনের।
বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন বলেন, ‘মো. নাভিদ নেওয়াজ নামের এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার দুপুরের দিকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। আমাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত ৩১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’
মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের পরিবারের পাশে থাকবেন তারেক রহমান
ডা. জিকরুল ইসলাম: আশ্বাসে আশান্বিত হতেন মাইলস্টোনে আহতদের স্বজনরা
মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৮৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৭৯১ জন
‘বর্তমানে পাঁচজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবার শারীরিক অবস্থা উন্নতির দিকে। আশা করছি তারাও শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবে, ইনশাল্লাহ। যাদের ছাড়পত্র দেওয়া হয়েছে, তারা পরবর্তীতে বার্ন ইনস্টিটিউটে এসে চিকিৎসা নিতে পারবে। তাদের অস্ত্রোপচার প্রয়োজন হলে তাও করতে পারবে,’ যোগ করেন ইনস্টিটিউটের পরিচালক।
প্রজন্ম নিউজ ২৪ / সাঈদ
তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াত
কঠোর ইসি, ৪৮ ঘণ্টার মধ্যে সরাতে হবে প্রচার সামগ্রী
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি
পুলিশ হেফাজতে নিয়েছে সচিবালয়ের ৪ আন্দোলনকারীকে
কবি নজরুল কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উপহার
তপশিল ঘোষণা ঘিরে ইসিতে কড়া নিরাপত্তা
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল
ভারত থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার দাবি জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর