প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ০৬:৩১:১২
আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা না দিতে এবং ফিলিস্তিনিদের মৌলিক চাহিদা পূরণে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বুধবার (২২ অক্টোবর) নেদারল্যান্ডসের প্রশাসনিক রাজধানী হেগে দেওয়া এ রায়ে আদালত বলছে, যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। ইসরায়েল দখলদার গোষ্ঠীর মতো স্থানীয় জনগণের খাদ্য, পানি ও ওষুধ সরবরাহে বাধা দিতে পারে না।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আশা করি, ইসরায়েল রায়টি মানবে।
আইসিজে সভাপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, জাতিসংঘ ও ইউএনআরডব্লিউএ-সহ তার সংস্থাগুলোর ত্রাণ সরবরাহ করার অধিকার বা বাধ্যবাধকতা রাখে। ইসরায়েলের দায়িত্ব এ কাজে সহায়তা করা।
ফিলিস্তিনি প্রতিনিধি আম্মার হিজাজি বলেন, এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলকে রায় মানতে চাপ দেওয়া।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী, চলতি মাসে যুদ্ধবিরতির পর গাজায় ৫৩০টি ট্রাকের মাধ্যমে প্রায় ৬,৭০০ টন খাদ্য প্রবেশ করেছে, যা অর্ধেক মিলিয়ন মানুষের জন্য দুই সপ্তাহের খাবার।
তবে সংস্থাটি বলেছে, প্রতিদিন গড়ে ৭৫০ টন খাদ্য গাজায় যাচ্ছে, যা তাদের দৈনিক লক্ষ্যের এক-তৃতীয়াংশ মাত্র।
রায় ঘোষণার পর নরওয়ে জানায়, ইসরায়েল যেন গাজায় ত্রাণ প্রবেশে আর কোনো বাধা না দেয়, সে বিষয়ে তারা জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করবে।
এদিকে ইসরাইল তাদের পরাষ্ট্র মন্ত্রণালয়ের এক লিখিত বিবৃতিতে আদালতের মতামত প্রত্যাক্ষান করেছে। তাদের দাবি, দেশটি আন্তর্জাতিক আইনের সব বাধ্যবাধকতা পুরোপুরি পালন করছে। জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ'র প্রতি ইঙ্গিত করে বলেছে, সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের সহায়তাকারী কোনো সংস্থার সঙ্গে ইসরায়েল সহযোগিতা করবে না।
প্রজন্মনিউজ২৪/এসএ
চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক
স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির
১৬ই ডিসেম্বর ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে খাইবার পাখতুনখোয়ায় ১৩ জন নিহত
আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখাল পুলিশ
পেছাতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি চার পিস্তল উদ্ধার
লন্ডনে তারেক রহমানের জনসভা মঙ্গলবার