প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫ ০২:৩২:৪৩
প্রজন্ম ডেস্ক:
৩৫ বছরের অচলাবস্থা কাটিয়ে অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এর ঠিক পরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি সালেহ হাসান নকীব তার প্রতিক্রিয়া জানিয়েছেন ফেসবুকে।
তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর রাকসু প্রাণ ফিরে পেল। এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলেই জিতে গেছে।’
এরপর তিনি নির্বাচিতদেরও পরামর্শ দেন। তিনি বলেন, যারা নির্বাচিত হয়েছে, তাদের মনে রাখতে হবে, পদ উপভোগের বিষয় নয়। এটা আমানত। দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করতে হবে।’
রাকসু যে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জায়গা নয়, সেটাও মনে করিয়ে দেন তিনি। তার কথা, ‘রাকসু দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্ল্যাটফর্মে নয়। অতি-রাজনীতি যেন রাকসুর মূল উদ্দেশ্য ব্যহত না করে।’
এর আগে গতকাল রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। তা শেষে আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ফল ঘোষণা করা হয়।
ভিপি পদে নির্বাচিত হন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস এস এম সালমান সাব্বির। জিএস নির্বাচিত হন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার।
প্রজন্মনিউজ২৪
হাদিকে দেখতে গিয়ে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস
নির্বাচনকে ঘিরে পতিত স্বৈরাচারের গুপ্ত হত্যার মিশনই আজকের ঘটনা
সর্বক্ষণ নজরদারিতে ছিলেন ওসমান হাদি
তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
পুলিশ হেফাজতে নিয়েছে সচিবালয়ের ৪ আন্দোলনকারীকে
কবি নজরুল কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উপহার
তপশিল ঘোষণা ঘিরে ইসিতে কড়া নিরাপত্তা
সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে ডাকসু ভিপি সাদিক কায়েম
ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ