তিন দফা দাবিতে শাহবাগে এমপিও শিক্ষকদের অবস্থান, স্থবির যান চলাচল

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ০৩:৩৪:২৭

তিন দফা দাবিতে শাহবাগে এমপিও শিক্ষকদের অবস্থান, স্থবির যান চলাচল

প্রজন্মডেস্ক:

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা সহ তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে তারা শাহবাগে অবস্থান নেন। এর আগে টানা চতুর্থ দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষকরা।

দাবি আদায়ে সরকারের কোনো আশ্বাস না পাওয়ায় তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এতে এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

পুলিশ শুরুতে শাহবাগ থানার সামনে ব্যারিকেড বসিয়ে শিক্ষকদের অগ্রযাত্রা ঠেকানোর চেষ্টা করে। তবে পরে ব্যারিকেড সরিয়ে শিক্ষকরা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ