প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫ ০২:৪৯:৫৩
প্রজন্ম ডেস্ক:
রাজধানীর শাহজাহানপুর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক শ্রমিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। উক্ত শ্রমিকের নাম মো. রাসেল (২৫)।
রোববার (১২ অক্টোবর) সকালের ৮ টর দিকে এ ঘটনা ঘটে।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
সহকর্মী নাঈম জানান, মালিবাগ রেলগেট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন কাজ করার সময় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন রাসেল। দুর্ঘটনায় তার বাম পায়ের হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে ভর্তি করে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মালিবাগ রেলগেট এলাকা থেকে ট্রেনে কাটা পড়া বাম পায়ে হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন অবস্থায় ওই শ্রমিককে হাসপাতালে আনা হলে ভর্তি দেন চিকিৎসক। তার অবস্থা আশঙ্কাজনক। আমরা বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।
প্রজন্মনিউজ২৪
হাদিকে দেখতে গিয়ে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস
ওসমান হাদী গুলিবিদ্ধ, সাদিক কায়েমের হুঁশিয়ারি
নির্বাচনকে ঘিরে পতিত স্বৈরাচারের গুপ্ত হত্যার মিশনই আজকের ঘটনা
নির্বাচনি প্রচারণার সময় ওসমান হাদী গুলিবিদ্ধ
সর্বক্ষণ নজরদারিতে ছিলেন ওসমান হাদি
তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াত
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি
কবি নজরুল কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উপহার