ভারতে ট্রাকের ধাক্কা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাংকারে, ভয়াবহ বিস্ফোরণ

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৫ ১২:৩৪:১৯

ভারতে ট্রাকের ধাক্কা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাংকারে, ভয়াবহ বিস্ফোরণ

প্রজন্ম ডেস্ক:

ভারতে জয়পুর-আজমের জাতীয় সড়কে উক্ত ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাংকারটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি ট্রাক। ফলে, মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় ট্যাংকারে। তার পরেই জোরালো শব্দে একের পর এক বিস্ফোরণ হতে থাকে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এলপিজি সিলিন্ডার বোঝাই একটি ট্রাকে এই অগ্নিকাণ্ড ঘটে। 

উক্ত বিস্ফোরণের জেরে জাতীয় সড়কে ৭টি গাড়ি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। 

জয়পুরের আইজি রাহুল প্রকাশ জানিয়েছেন, এই ঘটনায় ট্যাংকারের চালকসহ দুই থেকে তিনজন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, অনেক দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনার বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পুলিশ জানিয়েছে, জাতীয় সড়কের ওপর সিলিন্ডার বোঝাই ওই ট্রাকটি ভুল জায়গায় পার্ক করে তার চালক রাস্তার পাশের একটি দোকানে খাবার খেতে যান। সেই সময় পিছন থেকে একটি ট্রাক তাতে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে আগুন ধরে যায় ট্রাকটিতে। মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারন করে। 

জয়পুরের চিফ মেডিক্যাল অফিসার রবি শেখাওয়াত জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকরী যানবাহনের চালককে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

ভারত থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার দাবি জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর

ভারতের চাল এবং কানাডার সারের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ভারত থেকে আমদানির খবরে কমলো পেঁয়াজের দাম

হাসিনাকে উদ্ধারে বিমানঘাঁটি ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত

ট্রাম্পের চাপ উপেক্ষা করে ভারতকে ‘নিরবচ্ছিন্ন’ জ্বালানি দেবে রাশিয়া

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

হাসিনা প্রশ্নে যা বললেন জয়শঙ্কর

জেনারেল মইনকে চাকরির নিশ্চয়তা দেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুখার্জি

গত ১০ বছর ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি জামায়াত : মির্জা ফখরুল

লেবাননে হামলায় ১৩ হামাস যোদ্ধা নিহত, দাবি ইসরাইলের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ