প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৩৪:৪৪
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের একজন ছিলেন তামিম মৃধা। ইউটিউবার এবং গায়ক হিসেবেও ছিলেন প্রায় সমান জনপ্রিয়। কিন্তু অনেকদিন ধরেই শোবিজ অঙ্গন থেকে দূরে তিনি, পুরোদমে হাঁটছেন ধর্মের পথে। তার বাহ্যিক রূপেও এসেছে ব্যাপক পরিবর্তন; রাখছেন দাঁড়ি, প্রকাশ করছেন নানা ধরনের ইসলামিক কনটেন্ট।
তামিম মৃধাকে প্রায়ই সাক্ষাৎকারে দেখা গেলেও তার আলোচনার বিষয় থাকছে ইসলামিক বিষয়গুলো নিয়েই। এছাড়া রোজকার দিনে নিয়মিত ধর্মের কাজেই মনোযোগী তিনি। অভিনয় ছেড়ে দেওয়ায় ভক্তদের কাছ থেকে রিজিক নিয়েও প্রশ্নের মুখে পড়েছেন তামিম; এবার তারই জবাব দিলেন তিনি।
সম্প্রতি ওমরাহ পালনে যান তামিম মৃধা। সেখান থেকে সোমবার তার ফেসবুকে নিজের একটি ছবিও প্রকাশ করেন তিনি। রিজিক প্রসঙ্গে সেই পোস্টে তামিম লিখেছেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কি অবস্থা। আমি ভাবি রিজিক নয় আসলে কি?’
তামিম লেখেন, ‘এই যে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি এই সবকিছুই তো আমার রিজিক!’
তামিম আরও উল্লেখ করেন, ‘সেই রিজিক নিয়েই আমি আমার সবথেকে প্রিয় জায়গায় আল্লাহকে এবং আমার নিজেকে সন্তুষ্ট করতে পারছি এর থেকে ভালো আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ!’
সবশেষ তামিম লেখেন, ‘দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গাটায় আসার তৌফিক দান করেন, আমিন!’
প্রজন্মনিউজ/২৪জেএ
তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াত
কঠোর ইসি, ৪৮ ঘণ্টার মধ্যে সরাতে হবে প্রচার সামগ্রী
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি
পুলিশ হেফাজতে নিয়েছে সচিবালয়ের ৪ আন্দোলনকারীকে
কবি নজরুল কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উপহার
তপশিল ঘোষণা ঘিরে ইসিতে কড়া নিরাপত্তা
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল
ভারত থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার দাবি জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর