প্রকাশিত: ০৪ মে, ২০২৫ ০৮:০৩:৩৩
প্রজন্মডেস্ক : কাশ্মীরের পহেলগাঁওয়ে ২২ এপ্রিল জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। এই পদক্ষেপের কারণে ভারতে অনেক জনপ্রিয় পাকিস্তানি সেলিব্রিটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে।
এই তালিকায় রয়েছেন হানিয়া আমির, মাহিরা খান, ফওয়াদ খান, রাহাত ফতেহ আলি খান এবং আলি জাফর, আতিফ আসলামের মতো বড় তারকারা।
ভারতের পাকিস্তানি অভিনেত্রীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ থাকায় ভারতীয় ভক্তরা VPN (Virtual Private Network) ব্যবহার করে পাকিস্তানি শিল্পীদের ইনস্টা অ্যাকাউন্ট অ্যাক্সেস করছেন।
যেসব পাকিস্তানি অভিনেতা-শিল্পীর অ্যাকাউন্ট ফ্যানরা VPN-এর সাহায্যে অ্যাক্সেস করছেন, সেই তালিকায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের নামও রয়েছে। হানিয়া আমিরের অ্যাকাউন্টে ভারতীয় ফ্যানদের কমেন্টই তার প্রমাণ বহন করছে। দেখা যাচ্ছে হানিয়া আমিরের পোস্টে এক অনুরাগী লিখেছেন 'আপনাকে মিস করছি',
আরেকজন লিখেছেন, 'চিন্তা করবেন না, আমরা VPN ব্যবহার করে এসেছি, শুধু তোমার জন্য, তোমায় ভালোবাসি হানিয়া', কারোর মন্তব্য, 'আমরা আপনার জন্য VPN নিয়েছি' এই ধরনের বহু কমেন্ট হানি আমিরের পোস্টে উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ফ্যানদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়ে উত্তর হানিয়া লিখেছেন - ‘আমি কেঁদেই ফেলবো’।
এদিকে এদেশের অনুরাগীরা VPN ব্যবহার করে তাঁর অ্যাকাউন্টে ঢুকে কন্টেন্ট দেখছেন। একজন ফ্যান হানিয়ার পোস্টে মন্তব্য করেছেন,‘আপনি কি বুঝতে পারছেন আপনি কী করেছেন? আপনি এমন একটি ফ্যান বেস তৈরি করেছেন যা এতো শক্তিশালী, এতো উন্মাদ এবং মানসিকভাবে এতো সমর্পিত যে কেবলমাত্র আপনাকে স্ক্রিনে দেখার জন্য এখানে ভারতে VPN কানেকশন কিনছে। এটি কোনও সাধারণ ফ্যানডম নয়। এটি কিংবদন্তী ভালোবাসা।’
এদিকে আবার কিছু ভারতীয়দের পাকিস্তানি শিল্পীদের প্রতি এমন প্রেম দেখে বেজায় বিরক্ত বহু ভারতীয়। তাঁরা বিষয়টি জানতে পেরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই আবার রেগে গিয়েছে লিখেছেন, ‘পাকিস্তানিদের প্রতি এত্ত প্রেম! এদের বরং পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক।
প্রজন্ম নিউজ২৪/টিপু
ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচার, গ্রেফতার ২
জনগণ চাঁদাবাজ-সন্ত্রাসকে ভোট দিতে চায় না: ফয়জুল করীম
ভারত থেকে আমদানির খবরে কমলো পেঁয়াজের দাম
চিকিৎসাধীন উপজেলা জামায়াত নেতার পাশে ডা. শফিকুর রহমান
২০০ আসনে জয়ী হলেও জাতীয় সরকার গঠন করব : জামায়াত আমির
রাজনীতিতে অবৈধ আয়ের প্রভাব চাঁদাবাজিকে উৎসাহিত করে
ট্রাম্পের চাপ উপেক্ষা করে ভারতকে ‘নিরবচ্ছিন্ন’ জ্বালানি দেবে রাশিয়া
খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে লন্ডনে যাওয়া