মাদারীপুরে ঘরের চালায় ঢিল ছুঁড়ে অভিনব কায়দায় প্রবাসীর স্ত্রীকে হত্যা

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৫ ০১:২৪:১১

মাদারীপুরে ঘরের চালায় ঢিল ছুঁড়ে অভিনব কায়দায় প্রবাসীর স্ত্রীকে হত্যা

প্রজন্ম ডেস্ক: মাদারীপুরের কালকিনি উপজেলায় ঘরে ঢুকে সৌদি প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি (কল্লাকান্দি) এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নারী পাখি আক্তার (২৮) একই এলাকার সৌদি প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী এবং মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া এলাকার দেলোয়ার হোসেন মল্লিকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পাখির ঘরের চালায় ঢিল ছুঁড়ে মারেন একদল দুর্বৃত্ত। এতে ভয় পেয়ে চিৎকার করে ওঠেন তিনি। পরে পাখির চার বছর বয়সী ছেলে আইজান ঘরের দরজা খুলে দিলে ঘরে ঢুকে পড়ে দুর্বৃত্তরা এবং পাখিকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর কৌশলে ঘর থেকে বেরিয়ে পাশের বাড়িতে গিয়ে আইজান ঘটনাটি জানায়। পরে প্রতিবেশীরা এসে পাখিকে মৃত অবস্থায় দেখতে পান এবং খবর দেন থানা পুলিশে। পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

কয়েকজন প্রতিবেশী জানান, পাখি প্রায়ই বাড়িতে একা থাকতেন। মাঝরাতে তার ঘরের চালায় ঢিল মারার ঘটনা আগেও ঘটেছে। বিষয়টি স্থানীয় মুরব্বিদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কে বা কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করা যায়নি।

কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা জানান, নির্জন এলাকায় একটি বাড়ি হওয়ায় মুহূর্তেই হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ধরতে এরিমধ্যে মাঠে কাজ শুরু করেছে পুলিশ। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রজন্মনিউজ২৪/টিআই

এ সম্পর্কিত খবর

স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে খাইবার পাখতুনখোয়ায় ১৩ জন নিহত

নির্বাচনকে ঘিরে পতিত স্বৈরাচারের গুপ্ত হত্যার মিশনই আজকের ঘটনা

সর্বক্ষণ নজরদারিতে ছিলেন ওসমান হাদি

গাজা গণহত্যায় মানবাধিকার সনদ ‘মারাত্মকভাবে’ ক্ষতিগ্রস্ত: এরদোগান

ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আবদুল্লাহ

সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রেক্ষাপটে সব ধরনের পূর্ব প্রস্তুতিই এগোচ্ছে

হাসিনা সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

হাসিনাকে উদ্ধারে বিমানঘাঁটি ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত

পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২৩ হাজার ৬৯৯ প্রবাসীর নিবন্ধন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ