প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:৩৮:৫৯
প্রজন্ম ডেস্ক: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৪৫ জন। এই নিয়ে চলতি মাসের তিন দিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৭০ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত আগস্টে মোট মৃত্যু হয়েছিল ৩৯ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ১০ হাজার ৪৯৬ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১২৭ জন, যাদের মধ্যে ৭০ জন পুরুষ ও ৫৭ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৪৬ জন, এদের মধ্যে ১৯ হাজার ৬৮৮ জন পুরুষ ও ১৩ হাজার ২৫৮ জন নারী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন রয়েছেন।
এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ৪১৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তাদের নিয়ে চলতি বছর ৩১ হাজার ২৩০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি মাসের প্রথম দিন ডেঙ্গুতে কেউ মারা যায়নি। মাসের দ্বিতীয় দিন তিনজনে আর বুধবার তৃতীয় দিন দুজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তারা দুজনই নারী। তাদের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার, আরেকজন বরিশাল বিভাগের। তাদের মধ্যে ৩৫ বছরের এক নারী চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আরেকজন চিকিৎসাধীন ছিলেন ২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতালে। তাদের নিয়ে চলতি মাসের প্রথম তিনদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এ রোগে আগস্ট মাসে মৃত্যু হয়েছে ৩৯ জনের।
এ বছর জুলাই মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন মারা যায়। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
প্রজন্মনিউজ২৪
মনোনয়ন না পেয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী হওয়ার ঘোষণা বিএনপি নেতার
দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে একটি দল
ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচার, গ্রেফতার ২
চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান
সেই রিকশাচালক সুজনকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি এনসিপি
মাহফুজ ও আসিফের মন্ত্রণালয়ের উপদেষ্টা কারা হচ্ছেন
এনসিপির আলোচিত নেতারা কে কোন আসনে নির্বাচন করছেন
বেগম খালেদা জিয়া জাতির সম্পদ : খোকন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের দুই গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দ