প্রকাশিত: ০৩ জুন, ২০২৫ ১১:২৮:৪৫
প্রজন্মডেস্ক : মেগাস্টার শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব-সাবিলার তাণ্ডব ঘিরে ইতোমধ্যে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। এরইমধ্যে মুক্তি পেল সিনেমাটির দ্বিতীয় গান। লিচুর বাগান শিরোনামের গানটিতে প্রথমবারের মতো নাচলেন সাবিলা নূর।
যা বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। আর দর্শকদের ভালোবাসায় দারুণ খুশি সাবিলা। প্রথমবার শাকিব খানের সঙ্গে কাজ। শাকিব খানে যেন মুগ্ধ সাবিলা!
তাণ্ডব মুক্তির আগে শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ সাবিলা নূর।
গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, তাণ্ডবের শুটিং সেটে শাকিব খানের সঙ্গে আমার ১০ দিনের মতো শুটিং হয়েছে। শাকিব খানের সঙ্গে অভিনয় করতে গিয়ে শুরুতে নার্ভাস ছিলাম। সিনেমার অনেক কিছুইতো অন্যরকম। আমি যেহেতু অনেক বছর ধরে নাটকে কাজ করেছি, সুতরাং আমি নাটকের কাজের প্রসেসটা জানি।
সেক্ষেত্রে ভয় ছিল। সেক্ষেত্রে প্রথম দিনেই, প্রথম সিনেই মেগাস্টার শাকিব খানের সঙ্গেই সিকোয়েন্স। যে নারভাসনেসটা ছিল সেটা আসলে শাকিব খানের কারণেই দূর হয়ে গেছে।
সেটে থাকার সময় নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করেন সাবিলা। শাকিব খানও নাকি তার মতোই।
সাবিলা নূর বলেন, উনি (শাকিব খান) সেটে সব সময় নিজের মতো করে থাকেন। সিন কী হবে? এটা নিয়ে চিন্তা করেন।
সাবিলা আরও বলেন, যখন পরিচালক অ্যাকশন বলেছেন, তখন আর উনাকে শাকিব খান মনে হয়নি। তখন আমার যে ক্যারেক্টার নিশাতের ক্যারেক্টারের সঙ্গে আমি আসলে উনাকে স্বাধীন হিসেবে ভেবে নিয়েছিলাম। সেটে উনি যতক্ষণ থাকেন, উনি যে এতো বড় মেগাস্টার- এটা কাউকে বুঝতে দেন না। উনি গল্প নিয়ে অনেক-অনেক ভাবেন। আমার কাছে মনে হয়েছে, উনি ফিউচারে আরও ভালো করতে চান এই ব্যাপারটা উনার মধ্যে সব সময় থাকে। আমি চাই যে এই জিনিসটা যেন আমিও করতে পারি।
রায়হান রাফির পরিচালনায় তাণ্ডবে শাকিব-সাবিলার সঙ্গে আরো অভিনয় করেছেন জয়া আহসান। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে তাণ্ডব।
প্রজন্ম নিউজ২৪/টিপু
কঠোর ইসি, ৪৮ ঘণ্টার মধ্যে সরাতে হবে প্রচার সামগ্রী
কবি নজরুল কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উপহার
গাজা গণহত্যায় মানবাধিকার সনদ ‘মারাত্মকভাবে’ ক্ষতিগ্রস্ত: এরদোগান
ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ
পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে: আসিফ মাহমুদ
মনোনয়ন না পেয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী হওয়ার ঘোষণা বিএনপি নেতার
দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে একটি দল