প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০১৯ ১২:১৮:৪২
ট্রাফিক জ্যামে সারি সারি গাড়ি আটকে আছে। বাইরে বৃষ্টি। এমন পরিবেশে কারও মেজাজ বিগড়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু থেমে থাকা একটি বাস থেকে নেমে একজন শুরু করলেন মনের আনন্দে নাচ।
গত সোমবার দুপুর ঘটেছে এ ঘটনা। সেই নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল। ভিডিওটিতে যে ব্যক্তিকে নাচতে দেখা গেছে তার নাম কাজল। রাতারাতি ভাইরাল হয়ে যাওয়ার বিষয়টিতে তিনি নিজেও খানিকটা অবাক।
দেশের অন্যতম শীর্ষ একটি দৈনিককে কাজল বলেন, সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। মন চাইল, তাই নেমে পড়লাম নাচতে। আমি তো অনেক ছোটবেলা থেকেই নাচি। নাচতে আমার ভালো লাগে, কে কী মনে করলো তাতে আমার যায় আসে না। আমি আসলে এমনই, নাচ আমার ভালো লাগে।
পুরানা পল্টনে কাজলের 'একে ফুড' নামে একটি খাবারের দোকান আছে। পাশে আছে একটি লন্ড্রিও। ছোটবেলায় একা একা নাচ শিখেছেন। থিয়েটার করেন। নাট্যশালা ও বেইলি রোডে মঞ্চায়িত শিখণ্ডি কথায় অভিনয় করেছেন তিনি।
প্রজন্মনিউজ২৪/শেখ ফরিদ
চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক
স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির
১৬ই ডিসেম্বর ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে খাইবার পাখতুনখোয়ায় ১৩ জন নিহত
আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখাল পুলিশ
পেছাতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি চার পিস্তল উদ্ধার
লন্ডনে তারেক রহমানের জনসভা মঙ্গলবার