প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ০৪:৪৬:৫৭ || পরিবর্তিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ০৪:৪৬:৫৭
প্রজম্ম ডেস্ক:
অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের বিষয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনের শুরুতে তিনি উপদেষ্টা থাকাকালীন সময়ে মন্ত্রণালয়ের নানা উদ্যোগ তুলে ধরেন।
পদত্যাগের প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, ‘এ ব্যাপারে আমার বলা মানা। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানাবে।’
আগামী জাতীয় নির্বাচনে তিনি অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। তবে কোনো দলের পক্ষ থেকে, নাকি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, সেটি স্পষ্ট করেননি আসিফ মাহমুদ।
পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে: আসিফ মাহমুদ
মনোনয়ন না পেয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী হওয়ার ঘোষণা বিএনপি নেতার
ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচার, গ্রেফতার ২
চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান
সেই রিকশাচালক সুজনকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি এনসিপি
মাহফুজ ও আসিফের মন্ত্রণালয়ের উপদেষ্টা কারা হচ্ছেন
এনসিপির আলোচিত নেতারা কে কোন আসনে নির্বাচন করছেন