প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫ ০৫:৫৮:২৭
প্রজম্ম ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সমাজে বিভাজন, ঘৃণা ও সহিংসতার পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি। এনসিপির মতে, ৫ আগস্টের পর দেশের রাজনীতিতে যে নতুন ও শান্তিপূর্ণ সংস্কৃতি গড়ে উঠছে, জামায়াত তা গ্রহণ না করে আবারও পুরনো সহিংস রাজনীতির পথে ‘নতুন খেলোয়াড়’ হিসেবে ফিরতে চাইছে যা দেশের জন্য উদ্বেগজনক।
সোমবার দলটির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন এক বিবৃতিতে এসব মন্তব্য করেন। তিনি বলেন, ৭ ডিসেম্বর এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে নিয়ে জামায়াত যে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বিবৃতি দিয়েছে, তা এনসিপি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে এবং এর বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানাচ্ছে।
বিবৃতিতে আরও জানানো হয়, আখতার হোসেন ৬ ডিসেম্বর বিশ্বসাহিত্য কেন্দ্রে এনপিএর আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে যে মন্তব্য করেছিলেন, তা ছিল তথ্যনির্ভর। উদাহরণ হিসেবে বলা হয়—পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ২৭ নভেম্বর যে সংঘর্ষে গুলি ছোড়ার ঘটনা ঘটে, সেই তুষার মণ্ডল যে জামায়াতের কর্মী, তা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। অস্ত্র–গুলিসহ তাকে গ্রেপ্তারও করা হয়েছে। এমন স্পষ্ট প্রমাণ থাকার পরও জামায়াতের অস্বীকৃতি—এনসিপির ভাষায়—‘সত্য গোপন ও দায় এড়ানোর অপচেষ্টা।’
এনসিপি বলছে, সহিংসতা, অস্ত্রের ব্যবহার ও ধর্মের অপব্যবহার কোনোভাবেই গণতান্ত্রিক রাজনীতির অংশ হতে পারে না। জাতীয় নির্বাচনের আগে শান্তি–স্থিতিশীলতা বজায় রাখতে সব রাজনৈতিক দলেরই দায়িত্বশীল ভূমিকা নেওয়া প্রয়োজন।
শেষে দলটি জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানায়—সত্য, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে পরিষ্কার অবস্থান নেওয়ার।
পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে: আসিফ মাহমুদ
মনোনয়ন না পেয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী হওয়ার ঘোষণা বিএনপি নেতার
দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে একটি দল
ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচার, গ্রেফতার ২
চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান
সেই রিকশাচালক সুজনকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি এনসিপি
মাহফুজ ও আসিফের মন্ত্রণালয়ের উপদেষ্টা কারা হচ্ছেন