প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২৫ ০২:৪৪:১২
প্রজন্ম ডেস্ক:
রাজধানীর শাহবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- ভোলার চরফ্যাশন থানার নীলকমল ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মো. শাকিল হাওলাদার (২৪) ও একই জেলার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান শাহরিয়ার (২৬)।
সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম গোপন সংবাদে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় অভিযান চালিয়ে শাকিল হাওলাদার ও ইমরান শাহরিয়ারকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, শাকিল রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে ও ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। আর ইমরান ধানমন্ডি ২৭ নম্বর এলাকা ও আদালত চত্বরে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রজন্ম নিউস২৪
মনোনয়ন না পেয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী হওয়ার ঘোষণা বিএনপি নেতার
দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে একটি দল
ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচার, গ্রেফতার ২
চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান
সেই রিকশাচালক সুজনকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি এনসিপি
মাহফুজ ও আসিফের মন্ত্রণালয়ের উপদেষ্টা কারা হচ্ছেন
এনসিপির আলোচিত নেতারা কে কোন আসনে নির্বাচন করছেন
বেগম খালেদা জিয়া জাতির সম্পদ : খোকন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের দুই গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দ