প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ০২:৩৮:৩১
প্রজন্ম ডেস্ক:
ডেমরায় জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৫ আসনের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের সমর্থনে স্টাফ কোয়ার্টারে বিশাল সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে, যেখানে তিনি প্রধান অতিথি ও মিছিলে নেতৃত্ব দেন।
ঢাকার ডেমরায় থানার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৫ আসনের এমপি পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের পক্ষে বিশাল সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ডেমরার স্টাফ কোয়ার্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, এছাড়া মিছিলেও তিনি নেতৃত্ব দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিককল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরের সভাপতি আব্দুস সালাম, ডেমরা মধ্য থানা আমির মোহাম্মদ আলী, ডেমরা দক্ষিণ থানা আমির মিজবাহ উদ্দিন মির্জা হেলাল, ডেমরা উত্তর থানা আমির মাওলানা মিজানুর রহমান এবং ডেমরা পশ্চিম থানা আমির দেলোয়ার হোসাইন।
সমাবেশ ও মিছিল এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও সমর্থনের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
প্রজন্ম নিউস ২৪
পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে: আসিফ মাহমুদ
মনোনয়ন না পেয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী হওয়ার ঘোষণা বিএনপি নেতার
দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে একটি দল
ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচার, গ্রেফতার ২
চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান
সেই রিকশাচালক সুজনকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি এনসিপি
মাহফুজ ও আসিফের মন্ত্রণালয়ের উপদেষ্টা কারা হচ্ছেন