প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৫ ০৪:৪৫:৫৪ || পরিবর্তিত: ০১ নভেম্বর, ২০২৫ ০৪:৪৫:৫৪
প্রজন্ম ডেস্ক :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে বর্তমানে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। আর নতুন করে এ সংকট অন্তর্বর্তী সরকারই তৈরি করেছে।’ মিথ্যা বলে জাতির সঙ্গে প্রতারণা না করতে সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই।’
শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাৎ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণঅভ্যুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন হলে অপশক্তি মাথা চাড়া দিয়ে ওঠারও সাহস পেত না। আমাদের ৩১ দফায় সব সংস্কারের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমরাই সংস্কারের পক্ষে। পিআর হবে কি না, সে সিদ্ধান্ত আগামী সংসদ নেবে।’
তিনি আরও বলেন, ‘পিআর না হলে নির্বাচন হবে না, এ কথা বলে মানুষকে বোকা বানানো হচ্ছে। কিন্তু সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘একাত্তরে আমাদের (বাংলাদেশ) জন্ম। কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে একটি মহল একাত্তরকে ভুলিয়ে দিতে চায়। সেটি করার সুযোগ নেই। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ষড়যন্ত্রে লিপ্ত। তারা মুক্তিযুদ্ধকে গোলমাল বলেছিলেন। জাতি সেটা ভোলেনি।’
শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘ভারতে বসে বিভিন্ন মিডিয়াকে শেখ হাসিনা ইন্টারভিউ দিচ্ছেন। তাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করতে চাই। কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে।’
প্রজন্ম নিউজ ২৪ / সাঈদ
আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখাল পুলিশ
পেছাতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর
লন্ডনে তারেক রহমানের জনসভা মঙ্গলবার
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
হাদিকে দেখতে গিয়ে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস
ওসমান হাদী গুলিবিদ্ধ, সাদিক কায়েমের হুঁশিয়ারি
নির্বাচনকে ঘিরে পতিত স্বৈরাচারের গুপ্ত হত্যার মিশনই আজকের ঘটনা
তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা