প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫ ০৫:২৭:৪২
প্রজন্ম ডেস্ক:
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যায়িত করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।
মঙ্গলবার(২১ অক্টোবর) দুপুরে অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সম্মতিপত্র জারি হওয়ার পর এমন মন্তব্য করেন।
বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা জানান, আগামী নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ৭.৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন (ন্যূনতম ২০০০ টাকা)। এরপর জুলাই ২০২৬ থেকে এটি বাড়িয়ে মোট ১৫ শতাংশ করা হবে।
তিনি বলেন, “আজকের দিনটি শিক্ষা খাতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সম্মানিত শিক্ষকদের একটি বহুল প্রত্যাশিত দাবি বাস্তবায়ন করতে পেরে আমি নিজেকে একজন সৌভাগ্যবান শিক্ষক ও উপদেষ্টা মনে করছি।এ সিদ্ধান্ত বাস্তবায়নের পথ সহজ ছিল না। বিভিন্ন মতভেদ, বিতর্ক ও প্রতিবন্ধকতা সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয় ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে ন্যায্য ও টেকসই সমাধানের দিকে এগিয়ে গেছে। নেপথ্যে থেকে বিভিন্ন মন্ত্রণালয়, উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হয়েছে।
সবশেষে তিনি বলেন, “এখন সময় শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আমরা যেন শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে পারি।”
প্রজন্মনিউজ২৪
চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক
স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির
১৬ই ডিসেম্বর ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখাল পুলিশ
পেছাতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি চার পিস্তল উদ্ধার
লন্ডনে তারেক রহমানের জনসভা মঙ্গলবার
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
ওসমান হাদী গুলিবিদ্ধ, সাদিক কায়েমের হুঁশিয়ারি
নির্বাচনকে ঘিরে পতিত স্বৈরাচারের গুপ্ত হত্যার মিশনই আজকের ঘটনা