প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৫২:২১
রাজধানীর মতিঝিল থেকে জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামালকে গ্রেপ্তারের দাবি করে একটি ভিডিও বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, রাতের অন্ধকারে হুইসেল বাজিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক গাড়ি সারিবদ্ধভাবে চলছে। সেই দৃশ্যের সাথে মাসুদ কামালের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লেও অনুসন্ধানে জানা যায়, এ দাবি সম্পূর্ণ গুজব।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মাসুদ কামাল গ্রেপ্তারের গুজব প্রসঙ্গে কথা বলেছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, “গতকাল মধ্যরাত থেকে অনেকগুলো ফোন এসেছে আমার নাম্বারে, এমনকি আমার স্ত্রীর নাম্বারেও। সবাই জানতে চেয়েছেন, আমি ঠিক আছি কিনা! আমার ঠিক থাকা না-থাকার প্রশ্নই বা উঠছে কেন? কারণ ফেসবুকে ছড়িয়ে পড়া একটা গুজব, যেখানে বলা হয়েছে, মধ্যরাতে নাকি আমাকে গ্রেপ্তার করা হয়েছে!”
তিনি আরও উল্লেখ করেছেন, “গুজবটার কিছু বাস্তবিক সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। কারণ, ‘কথা বলার অপরাধে’ সাংবাদিক পান্না কিংবা অধ্যাপক কার্জন এখনও জেলে আছেন। তারপরও এ ধরনের গুজব বা ঘটনাকে আমি পাত্তা দিই না। অজনপ্রিয় সরকার যেমন যেকোনো সময় অজুহাত তৈরি করতে পারে, তেমনি কিছু লোক থাকবেই যারা সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়ে ভিউ ব্যবসা করবে।”
সবশেষে শুভানুধ্যায়ীদের উদ্দেশে তিনি লিখেছেন, “আমার পরিচিত বা শুভানুধ্যায়ী যারা ফেসবুক পোস্ট দেখে উদ্বিগ্ন হয়েছেন, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমার কারণে অযথা আপনাদের সময় নষ্ট হলো, টেনশন করলেন। আপনারা দোয়া করবেন, শেষ পর্যন্তও আমি যেন আমার মতো করেই কথা বলে যেতে পারি।”
মাসুদ কামাল বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনের সুপরিচিত নাম। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব এবং টকশোতে নিয়মিতভাবে দেশীয় রাজনীতি, মানবাধিকার, বিচারব্যবস্থার স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে সরব আছেন।
দুর্নীতি, বৈষম্য, মানবাধিকার লঙ্ঘনসহ নানা ইস্যুতে তার অবস্থান স্পষ্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি তার প্রকাশ্য সমর্থন তাকে আরও জনপ্রিয় করে। তবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে তিনি বিভিন্ন সময়ে সরকারের সমালোচনায় মুখর হয়েছেন। কড়া সমালোচনার কারণে অনেকের কাছে তিনি সাহসী কণ্ঠস্বর হয়ে উঠেছেন।
প্রজন্মনিউজ২৪
পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে: আসিফ মাহমুদ
মনোনয়ন না পেয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী হওয়ার ঘোষণা বিএনপি নেতার
দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে একটি দল
ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচার, গ্রেফতার ২
চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান
সেই রিকশাচালক সুজনকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি এনসিপি
মাহফুজ ও আসিফের মন্ত্রণালয়ের উপদেষ্টা কারা হচ্ছেন