প্রকাশিত: ২৭ জুন, ২০২৫ ১২:৩৪:৫৫
প্রজন্মডেস্ক: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ২৫০০ ফুট উপরে ওঠার পর ফ্লাইটটি আবারও বিমানবন্দরে ফিরে এসেছে।
জানা গেছে, উড্ডয়নের পরপরই এটির ইঞ্জিনে পাখি আঘাত (বার্ড হিট) হানে। এ ঘটনায় ফ্লাইটটির ইঞ্জিনে ক্ষতিগ্রস্ত হয়েছে।এর পরই মাঝ আকাশ থেকে বিমানটি ফেরত এসেছে।
শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের কর্মকর্তা এবিএম রওশন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানের একটি সূত্র জানায়, সকাল ৮টা ২৬ মিনিটে ফ্লাইট বিজি ৫৮৪ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই ৮টা ৩৭ মিনিটে ফ্লাইটটিতে পাখির আঘাত আসে। পরে এটি বুঝতে পেরে মাঝ আকাশ থেকে ক্যাপ্টেন ফ্লাইটটিকে আবার শাহজালাল বিমানবন্দরেই অবতরণ করান।
সূত্র আরও জানায়, পাখির আঘাতের ফলে ফ্লাইটির ইঞ্জিনের সমস্যা হয়েছে। বর্তমানে ১৪ নম্বর বে-তে বাংলাদেশ বিমানের প্রকৌশলীদের তত্ত্বাবধানে সেটির মেরামতের চেষ্টা চলছে।
এদিকে বিমান সূত্র আরও জানায়, যাত্রীরা বিমানবন্দরেই রয়েছে। দুপুরের দিকে অন্য একটি ফ্লাইটে করে তাদের সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।
প্রজন্মনিউজ/২৪ জামাল
হাদিকে দেখতে গিয়ে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস
ওসমান হাদী গুলিবিদ্ধ, সাদিক কায়েমের হুঁশিয়ারি
নির্বাচনকে ঘিরে পতিত স্বৈরাচারের গুপ্ত হত্যার মিশনই আজকের ঘটনা
সর্বক্ষণ নজরদারিতে ছিলেন ওসমান হাদি
তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াত
কঠোর ইসি, ৪৮ ঘণ্টার মধ্যে সরাতে হবে প্রচার সামগ্রী