প্রকাশিত: ০৯ জুন, ২০২৪ ১২:১০:১৫
নিখোঁজ
আমিমুল এহসান নাজিফ
যদি সেথা হারাই,
যেথা হতে ফিরেনা তরী।
যদি চিরতরে যাই,
কখনো না ফিরি।
যদি এমন কোথাও যাই,
যেথা হতে না আসি।
যদি শুনতে না পাই,
কারো আবদারের বাঁশি।
তবে কি এমন হবে কখনো?
আমাকে কেউ খুঁজবে তখনো!
তখনো কি কেউ অপেক্ষার প্রহর গুনবে?
শূন্যতায় প্রতিনিয়ত পুড়বে!
তখনো কি জ্যোৎস্নার আলোতে
খুঁজে বেড়াবে কেউ?
মোর তরীর অপেক্ষাতে
নাচবে কি ঢেউ?
তখনো কি হবে কেউ
ক্ষত-বিক্ষত?
মোর তরে ছিল তাদের
আবদার কতো শতো!
তখনো কি আসবে ঢেউ,
তরীহীন তীরে?
খুঁজে বেড়াবে হন্যে হয়ে
মহাকালের ধারে!
না!না! আমি আসবনা কভু ফিরে,
হারিয়ে গেছি চিরতরে।
মোর দর্শন পাবেনা কেউ,
কোটি মানুষের ভিড়ে!
প্রজন্মনিউজ২৪/মুশ
ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াত
পুলিশ হেফাজতে নিয়েছে সচিবালয়ের ৪ আন্দোলনকারীকে
তপশিল ঘোষণা ঘিরে ইসিতে কড়া নিরাপত্তা
ভারত থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার দাবি জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর
গাজা গণহত্যায় মানবাধিকার সনদ ‘মারাত্মকভাবে’ ক্ষতিগ্রস্ত: এরদোগান
সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে ডাকসু ভিপি সাদিক কায়েম
ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ